জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের সম্মান জানিয়ে স্মারক ডাকটিক
প্রকাশিত : ২১:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/17-2502091541.jpg)
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য, তাদের সেই ঐতিহাসিক ভুমিকাকে স্বীকৃতি দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্মারক ডাকটিকিট, খাম এবং ডাটাকার্ড উন্মোচন করেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিলোপের পথে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই গণঅভ্যুত্থানে রাজপথে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। ছাত্র-জনতার হাত ধরে ইতিহাসের এই বাঁকবদলকে ধরে রাখতে আজ স্মারক ডাকটিকিট, খাম এবং ডাটাকার্ড উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এসএস//
আরও পড়ুন